Categories
খেলা

বিরাট বাহিনীর সমালোচনায় প্রাক্তনী

বিরাট কোহলি


নয়াদিল্লি,5 মার্চ :- নিউজিল্যান্ডের কাছে একের পর এক ম্যাচ হার কোহলি বাহিনীকে  সমালোচনার মুখে ফেলে দিয়েছে। একদিনে সিরিজের পর টেস্টেও ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। তিন দিনের আগেই শেষ হল দ্বিতীয় টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ড এর বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না ভারতীয় টিম।ভারতীয় ক্রিকেটদের খেলা দেখে বেশ হতাশ প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদি, ভিভিএস লক্ষ্মণ, সঞ্জয় মঞ্জেরেকররা। আন্তজার্তিক টেস্টে টানা সাতটি ম্যাচ জেতার পর একটা সময় মনে হয়েছিল, বিরাট কোহলিরা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। কিন্তু নিউজিল্যান্ডের কাছে এই পরাজয় সকালের ধারণা ভুল প্রমান করে দিল। বিশ্বের এক নম্বর টেস্ট দলের এমন খারাপ  পারফরম্যান্স দেখে প্রাক্তন স্পিনার বেদি বলেছেন, ‘কিউয়িদের দাপট দেখে মনে হল না তারা বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে খেলছে। কীভাবে এর ব্যাখা দেবেন? কোনও কটূক্তি বা অসম্মানজনক মন্তব্য না করে আমার প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন?’ এদিকে, নিউজিল্যান্ডকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন ব্যাটসম্যান লক্ষ্মণ জানান, ‘বিরাটের নেতৃত্বে বিদেশে টেস্ট সিরিজে আগে ভালো পারফর্ম করেছে ভারত। কিন্তু এই সিরিজে তা দেখতে পাইনি, ব্যাটিং ব্যার্থতায় ভরাডুবির মূল কারণ ।
আবার অন্যদিকে নিউজিল্যান্ড এর ব্যাটিংকে রান থেকে বিরত রাখতে পারেনি। এদিকে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট জয়ের সুবাদে আই সি সি রাঙ্কিং এ ছয় নাম্বার থেকে তিন নাম্বারের উঠে এসেছে । তবে ভারত  দুটি টেস্ট হারের পরেও আই সি সি রাঙ্কিং এ প্রথম স্থান ধরে রেখেছে ।