Categories
আন্তজার্তিক হোম

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 50000 এর মাইল ফলক ছুঁয়ে ফেললো আমেরিকা

আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

করোনভাইরাস :-চীনের ইউহান থেকে করোনা ভাইরাস উৎপত্তি লাভ করলেও বর্তমানে চিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। কিন্তু এই ভাইরাস কয়েকটি দেশকে শ্মশান পুরিতে পরিণত করেছে, তার মধ্যে অন্যতম হলো আমেরিকা। এই করোনা ভাইরাসে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ হলো আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী আমেরিকায় করোনাভাইরাস কেস গত 24 ঘন্টার মধ্যে 1997 টি নতুন সংক্রামিত নিয়ে 886426 এ পৌঁছেছে । এখনও পর্যন্ত আমেরিকায়  এই রোগে 50226 জন মারা গেছেন।আমেরিকার মধ্যে সব থেকে বেশি করোনাভাইরাস এ আক্রান্ত রাজ্য হলো নিউইয়ার্ক, যার আক্রান্তের সংখ্যা প্রায় 258581 জন এবং মৃতের সংখ্যা 20861 জন । আমেরিকাতে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে প্রায় 85966 জন ।

বিশ্বব্যাপী, মৃতের সংখ্যা 191047 ছাড়িয়ে গেছে এবং এই রোগ থেকে মুক্তি পেয়েছে প্রায় 278,428 । সর্বমোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2725035 । আমেরিকা যুক্তরাষ্ট (করোনা আক্রান্ত- 886426, মৃতের সংখ্যা-50226) ছাড়াও স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তুর্কি, ইরান, চীনা প্রমুখ দেশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।